ফেসবুক জুড়ে হাজী ইয়াছিনের ছবি কেন?

আবদুল্লাহ আল মারুফ।।

inside post

  কুমিল্লা অঞ্চলের ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুক স্ক্রল করলেই চোখে পড়ছে এক বিএনপি নেতার ছবি। তাদের বেশিরভাগের প্রোফাইল ও কভার ফটোতে দেয়া আছে ওই বিএনপি নেতার ছবি। সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাত থেকে এমন দৃশ্য দেখা যাচ্ছে। ছবি পোস্ট করা ওই বিএনপি নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকেই তার সর্বস্তরের নেতাকর্মীরা ফেসবুকে নেতার পক্ষে লেখালেখি শুরু করেন। ২০ জানুয়ারি কমিটি ঘোষণার খবরে ফেসবুক জুড়ে হাজী ইয়াছিনের ছবি পোস্ট করছেন। অনেকে ব্যবহার করছেন হ্যাশট্যাগ। হ্যাশট্যাগে লেখা #we_are_haji_aminur_rashid_yeasin. মেহেদী হাসান রিমন নামের একজন লিখেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা ছিল যারা রাজপথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল তাদের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু সাম্প্রতিক দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে যাকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বিগত আন্দোলনে ১০ টা ছবি দেখাক আমি মেনে নিবো। দল নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে লুটেরা আর কিংস পার্টি দল নিয়ে ভাগাভাগি শুরু করেছে! ষড়যন্ত্র রুখে দিতে হবে।

ডি কে ইয়াছিন নামের একজন লিখেছেন, চাঁদ কিন্তু দেখতে খুব কাছে মনে হয়। কিন্তু ধরা অনেক কঠিন। তেমনি করে যারা ভাবছেন কুমিল্লাতে হাজী ইয়াছিন ভাই ছাড়া কেউ আসবেন; তারা এখনও বোকার স্বর্গে আছেন। ইনশাআল্লাহ কুমিল্লাতে ইয়াছিন ভাই আছে এবং থাকবেন ইয়াছিন ভাই ছাড়া কুমিল্লা আঁধারে ঢেকে যাবে।

কালাম নামের একজন পোস্ট করেছেন, হরতাল কে সফল করছে? —হাজী ইয়াছিন। মামলা কে চালাইছে? — হাজী ইয়াছিন। দুঃসময়ে দলের চালিকাশক্তি কে ছিল?— হাজী ইয়াছিন। জেলবন্দী কর্মীর সংসার কে চালাইছে?—হাজী ইয়াছিন। দলের সাথে কে বেইমানি করে নাই?—হাজী ইয়াছিন। রাজপথ কাকে চিনে?—হাজী ইয়াছিন। তারেক জিয়াকে কুমিল্লার ঘরে ঘরে কে পৌঁছে দিয়েছে?— হাজী ইয়াছিন।

আরো পড়ুন