`বিদেশে ভদ্রতা বজায় ও আইন মেনে চলতে হবে’
নিরাপদ অভিবাসন সংক্রান্ত সেমিনারে জেলা প্রশাসক
প্রতিবেদক ।।
কুমিল্লায় পিডিও প্রশিক্ষণার্থীর সাথে নিরাপদ অভিবাসন সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেছেন, বিদেশে কর্মসংস্থানের জন্য যেতে হলে প্রথমে নিজেকে দক্ষ শ্রমিক হিসেবে তৈরি হতে হবে। যে দেশে যাবেন সে-দেশের ভাষাজ্ঞান অর্জন করলে চলাফেরায় সুবিধা হবে। সর্বোপরি বিদেশে ভদ্রতা বজায় ও আইন মেনে চলতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে দেশের সুনাম ক্ষুণ্ণ হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত এ সেমিনার মঙ্গলবার এ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার রেমিট্যান্স এবং দেশের রিজার্ভ ফান্ড বিষয়েও বিশদ ব্যাখ্যা করেন।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রাহিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল ও সাংবাদিক গাজীউল হক সোহাগ।
প্রবাসীর অধিকার আমাদের করণীয় / বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার- এ প্রতিপাদ্যকে ধারণ করা সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালাও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
সভায় সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ রাহিনুল ইসলাম। অতিথি ছিলেন সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল ও সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব। এ কর্মশালা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।