‘যারা কৃষিতে পড়ে বিদেশের মাটিতেও তাদের ব্যাপক চাহিদা’

প্রতিনিধি।।
কৃষি নিয়ে পড়াশোনা করলে অনেকে তুচ্ছতাচ্ছিল্য করত। এখনো অনেক মানুষ এটা করে। বাস্তবতা হলো কৃষি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করাদের মধ্যে বেকারত্বের হার বেশি। কিন্তু কৃষি নিয়ে ভালোভাবে পড়াশোনা করা ব্যক্তিরা সফল। তারা ভালো উদ্যোক্তা, ভালো চাকরিজীবী। তাদের অর্থের অভাব হয় না। আমরা বলব, যারা কৃষিতে পড়ে তারা ধনী। বিদেশের মাটিতেও তাদের ব্যাপক চাহিদা। সুতরাং কৃষি নিয়ে পড়াশোনাকে ছোট করার সুযোগ নেই।
রোববার কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের নবীন বরণ এবং যুব উৎসবে বক্তারা এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ পরমানন্দ গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ জালাল। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান আখন্দ, বেসরকারি কৃষি ডিপ্লোমা এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব মশিউর রহমান ও রিলায়েন্স বহুমুখী কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হায়দার মজুমদার। এসময় কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

inside post
আরো পড়ুন