নবাব ফয়জুন্নেসা জাদুঘর পরিদর্শনে ডিসি

 প্রতিনিধি:
লাকসামে নবাব ফয়জুন্নেসা জাদুঘরসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন, কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. আমীরুল কায়সার।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি  নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘর পরিদর্শন করেন। এসময় তাকে স্বাগত জানান, নবাব পরিবারের উত্তরসুরী ফজলে রহমান চৌধুরী আয়াজ। পরিদর্শনকালে জেলা প্রশাসক নবাব ফয়জুন্নেছা জাদুঘরে রক্ষিত বিভিন্ন নিদর্শন ঘুরে  দেখেন। পরে তিনি নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর বৈঠকখানা, মসজিদ, কলেজ এবং ফয়জুন্নেছার কবরসহ আশেপাশের এলাকা পরিদর্শন করেন।

কুমিল্লা জেলা প্রশাসকের লাকসাম নবাব বাড়ি জাদুঘর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. কাউসার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার।
এছাড়াও ওইদিন জেলা প্রশাসক মো. আমীরুল কায়সার লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে লাকসাম উপজেলা স্কাউটের আয়োজনে ডে ক্যাম্প  উদ্বোধন এবং পরিদর্শন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন উপজেলা পরিষদের নতুন ভবন ও অডিটরিয়াম পরিদর্শন, লাকসাম উপজেলায় মৎস্য চাষ ও পোল্ট্রি খামার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে মৎস্য চাষি ও পোল্ট্রি খামারি সম্মেলন, প্রান্তিক পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, উপজেলা সমাজসেবা কার্যালয়ে অসুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ, শিশু নিকেতন কিন্ডার গার্টেনে লাকসাম উপজেলা কারাতে একাডেমি উদ্বোধন, নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর পরিদর্শন, ফয়জুন্নেসা জামে মসজিদ পরিদর্শন, লাকসাম পৌরসভার  বাস্তবায়নাধীন উন্নয়নমূলক কাজ পরিদর্শন, উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সিফাতুন নাহার পরিচালনায় অনুষ্ঠানমালায় থানার ওসি নাজনীন সুলতানা, জাদুঘরের তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব মনিরুজ্জামান মনির, সাংবাদিক এম.এস দোহা, মো. আব্দুল কুদ্দুস, মশিউর রহমান সেলিম, মো. আবুল কালাম, শহিদুল ইসলাম শাহীন, ফারুক আল শারাহ,  জাফর আহমেদ, আবদুর রহিম, সেলিম চৌধুরী হিরাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন।
inside post
আরো পড়ুন