কুমিল্লা নগর উদ্যানে অত্যাধুনিক শৌচাগার উদ্বোধন

 

inside post

আবু সুফিয়ান রাসেল।।

কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নগর উদ্যানে অত্যাধুনিক শৌচাগার উদ্বোধন করেছেন মেয়র মো. মনিরুল হক সাক্কু। বুধবার (৭ অক্টোবর) বিকালে শৌচাগারের শুভ উদ্বোধন করা হয়। শিশু পার্ক ও নগর উদ্যানের নানা উন্নয়ন কাজ পরিদর্শন করে সার্বিক দিক নির্দেশনা দেন নগর পিতা। এ সময় উপস্থিত ছিলেন নগরীর ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম খান, কুমিল্লা সিটি করপোরেশন তত্বাবধায়ক প্রকৌশলী শেখ নুরুউল্লাহ সহ কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য শিশু পার্কে অনেক সুবিধা বৃদ্ধি করা হয়েছে। ধর্মসাগরকে আরও দৃষ্টিনন্দন করা হয়েছে। এখানে পাতার বোটাসহ বেঞ্চি করা হয়েছে,টাইলস করা হয়েছে, রাতে আলোকসজ্জা করা হয়েছে। অবৈধ দোকান ছিলো সব উচ্ছেদ করেছি। সৌন্দর্যবর্ধন নিয়ে আরও বহু পরিকল্পনা আছে। দর্শনার্থীদের প্রতি একটাই কথা, আপনারা এ পার্কটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নির্দিষ্ট স্থানে কাগজ-পলিথিন ফেলবেন। আর করোনাকালীন সময়ে কেউ মাস্ক ছাড়া পার্কে প্রবেশ করবেন না।2

আরো পড়ুন