ঢালাইয়ের দুই দিনে সড়কে ফাটল, সিমেন্টে ঢাকার চেষ্টা

মাসুমুর রহমান মাসুদ।।
কুমিল্লার চান্দিনা পৌরসভা কার্যালয়ের সম্মুখ সড়কটি ঢালাইয়ের ২ দিনেই অসংখ্য স্থানে ফেটে গেছে। পৌরসভার রাজস্ব খাত এবং এডিবি বরাদ্দের প্রায় ২ কোটি টাকা ব্যয়ে সড়কটির আরসিসি (রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট) ঢালাইয়ের মাধ্যমে উন্নয়ন কাজ চলছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিনে সড়কটিতে গিয়ে দেখা গেছে সড়কের অসংখ্য স্থানে ফাঁটল দৃশ্যমান। সেগুলোকে সিমেন্টের আস্তরণ দিয়ে ঢাকার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পৌরসভা সূত্রে জানা যায়, এই সড়কের মাধ্যমে চান্দিনা-রামমোহন এবং চান্দিনা-শ্রীমন্তপুর সড়ক দুটির মধ্যেও সংযোগ স্থাপন করা হয়েছে। ১৮ ফুট প্রশ^স্ত এবং ১ হাজার ৪৮০ ফুট দৈর্ঘ ওই সড়কটির উন্নয়ন কাজের জন্য ২০২৪ সালে দরপত্র আহবান করে চান্দিনা পৌরসভা। সকল প্রক্রিয়া সম্পন্ন করে সুমি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়ার্ক অর্ডার পায়। ৫ আগস্ট এর পরে সড়কটির কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। ১০ ইঞ্চি পুরুত্বের ঢালাই হওয়ায় গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) এবং শনিবার (২২ ফেব্রুয়ারি) দুই দিনে ওই সড়কটির বেশিরভাগ অংশের ঢালাই কাজ করা হয়।
সরেজমিনে দেখা যায়, ঢালাই শেষে পানি লাগিয়ে সড়কের উপর কচুরিপানা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখনো সড়কের অনেক স্থানে পানি লেগে আছে। তবুও অনেক স্থানেই ফাটল দেখা দিয়েছে।
বাজারের একজন ব্যবসায়ী বলেন- আমি টাইলসের ব্যবসা করি। এই রাস্তার সাথেই আমার টাইলস্রে গোডাউন রয়েছে। এখানে অনেক সময় ১০ টনের কাভার্ড ভ্যানে টাইলস্ আসে। এমন ফাটলের কারণে রাস্তাটা টিকবে কিনা কে জানে!
ঠিকাদারী প্রতিষ্ঠান সুমি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সেলিম বলেন, ৩-৪ দিনে ফেটে যাওয়ার প্রশ্নই আসে না। তবে ঢালাই যখন পানি টান দেয় তখন চুলের মতো ফাটল দেখা দেয়। এটা কোন ব্যাপার না। এগুলো সিমেন্টের আস্তরণ দিলেই ঠিক হয়ে যায়।
চান্দিনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাজ্জাদ হাছান জানান, ফাটলগুলো শুধু উপরের অংশে। সিমেন্ট পানির আস্তরণ দিলেই এসব ফাটল ঠিক হয়ে যাবে। সড়কটি ২৫-২৬ বছরেও কিছু হবেনা।
পৌরসভার প্রশাসক ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন বলেন- ফাটল আছে সঠিক। কিছু জায়গায় নতুন করে কাজ করতে হবে। উপজেলা ইঞ্জিনিয়ার বিষয়টি মনিটরিং করবে। বিল দেয়ার আগে আমরা কাজ আদায় করে নেয়ার সুযোগ আছে।
