দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।

inside post

কুমিল্লার চৌদ্দগ্রামে জেড এ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার(৩ মার্চ) বিকেলে উপজেলার বাতিসা ইউনিয়নের ৪টি গ্রামে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়নের উল্লাপাড়া, পাটানন্দী, সোনাপুর, চাঁন্দকরা গ্রামে দুস্থ পরিবারকে পুরো রমজান মাসের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য- জেড এ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে সমাজ ও মানব সেবায় বিভিন্ন কাজ করছে। এর অংশ হিসেবে প্রতি রমজানে বিভিন্ন গ্রামের দুস্থ শতাধিক পরিবারের মাঝে পুরো রমজানের ইফতার সামগ্রী বিতরণ করে। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে,  রোগীদের চিকিৎসায়, অস্বচ্ছল পরিবারের বিবাহে সহযোগিতা, গৃহহীনের ঘর নির্মাণ, করোনাকলীন সময়ে অক্সিজেন সেবা প্রদানসহ নানাবিধ সামাজিক কাজ করে আসছে সংগঠনটি।

আরো পড়ুন