দাউদকান্দিতে আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা

প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার চিনামূড়ায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা আজ শনিবার দুপুরে হয়েছে।
স্থানীয় ভূমিহীন সংগঠন, কিশোর- কিশোরী ক্লাব,বেসরকারি সংস্থা নিজেরা করির যৌথ উদ্যোগে মলয়- চক্রতলা সড়কে শোভাযাত্রা শেষে আলোচনা হয়।
চিনামুড়া গ্রামের স্বপ্না দত্তের বসত বাড়ির উঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভূমিহীন মোহাম্মদ ইউনিয়ন কমিটির কোষাধ্যক্ষ রেখা রহমান।
নারীর রাজনৈতিক নেতৃত্ব, পূর্বতন অঙ্গীকার সমূহের বাস্তবায়নের প্রতিশ্রুতি এবং সমতাভিত্তিক সুযোগের নিশ্চয়তা নিয়ে বক্তব্য দেন নিজেরা করি কুমিল্লার অঞ্চল সমন্বয়ক আব্দুল জব্বার, বিটেশ্বর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের সদস্য রুশিয়া আক্তার, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মায়ানুর আক্তার, উপজেলা কিশোর- কিশোরী ক্লাবের আহবায়ক মীম আক্তার,নিজেরা করি বরকোটা উপকেন্দ্রের কর্মকর্তা পরিতোষ মাহাতো,শাহরিয়ার রশিদ, সুচি আক্তার, রিপর্ণা মালদার, তৃণা সাহা প্রমুখ।
