‘দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি থাকতে হবে’

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের সভায় জেলা প্রশাসক

প্রতিবেদক।।
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেছেন, দুর্যোগ দুই ধরনের। একটি প্রাকৃতিক অন্যটি মানবসৃষ্ট। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম সংকেত পাওয়ার সাথে সাথে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। মানবসৃষ্ট যে দুর্যোগ তা মানুষ সতর্কতা অবলম্বন করলে অনেকটা কাটিয়ে নেয়া যায়। আমাদের প্রতিটি ভবনে দুর্যোগ মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকতে হবে। জেলা প্রশাসন আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের সভায় প্রধান অতিথির বক্তব্য দেয়াকালে তিনি এসব কথা বলেন।
তিনি দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া পরিদর্শন করেন। রবিবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী।
দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি – এ প্রতিপাদ্যকে ধারণ করা এ দিবসের অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পন্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল আকবর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক মোঃ ইদ্রিস। সভা ও মহড়া সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ কুতুবউদ্দিন।