চৌদ্দগ্রামে কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি, ১ জন বহিষ্কার

প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) পরীক্ষাকেন্দ্রে অনিয়মের অভিযোগে ০১ কেন্দ্র সচিব, ০১ কক্ষ পরিদর্শক, ০২ অফিস সহায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং ০১ জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৭এপ্রিল) পরীক্ষা চলাকালীন উপজেলার বিজয়করা স্কুল এন্ড কলেজ কেন্দ্র, ধোপাখিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও নজমিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, এসএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ও অনিয়ম বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় অনিয়মের অভিযোগে বিজয়করা স্কুল এন্ড কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুল্লাহ খালিদ, ০২ অফিস সহায়ক আজিজুল হক ও আলেক হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এরপর ধোপাখিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কক্ষ পরিদর্শক গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম ভুঁইয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। বহিস্কার করা হয় কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের কক্ষ পরিদর্শক মোহাম্মদ আবু জাফরকে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, ‘নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিশ্চিতে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়মে জড়িত কাউকে কোনো ছাড় দেয়া হবেনা সে যেই হোক। এ ব্যাপারে জিরো টলারেন্স।’