সেই মেছো বাঘটি যাবে লালমাই পাহাড়ে

প্রতিনিধি।
কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর উত্তরপাড়ায় গ্রামবাসী ফসলি জমি থেকে ধাওয়া করে একটি মেছো বাঘ আটক করেছেন। সেই বাঘটিকে এবার লালমাই পাহাড়ে অবমুক্ত করা হবে। সোমবার (১২ মে) সন্ধ্যায় লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা এই তথ্য নিশ্চিত করেন।
জগতপুর গ্রামের অটোরিকশা চালক নুরুন্নবী বলেন, রোববার বিকেলে বাড়ির পাশের ফসলি জমির আইলে ঘাস কাটছিলাম। মেছো বাঘটি কয়েকজন ধাওয়া করে আটক করে। পরে একটি কবুতরের খাঁচায় বিড়ালটিকে বন্দি করে রাখা হয়। এটিকে আমার ভাই অলি উল্যার ঘরে রাখা হয়।
অলি উল্যাহ বলেন, শখের বসে কবুতরসহ বিভিন্ন পাখি পালন করি। গ্রামবাসী মেছো বাঘটি ধরে আমার কাছে দিয়েছে। এটিকে নিয়মিত খাবার দিয়েছি। বন বিভাগের লোকজন এলে তাদের নিকট হস্তান্তর করি।
এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, একটি মেছো বাঘ জগতপুর গ্রামে খাঁচায় বন্দি আছে জানতে পেরে বন বিভাগের কর্মকর্তাদের জানিয়েছি। তারা বাঘটি উদ্ধার করেছেন। সুস্থ্য করে এটিকে লালমাই পাহাড়ের বনে ছেড়ে দেবেন।

inside post
আরো পড়ুন