যাত্রিক নাট্যগোষ্ঠীর ৫০ বছর পূর্তিতে স্বজন মেলা


প্রতিবেদক।।
কুমিল্লার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন – যাত্রিক নাট্যগোষ্ঠীর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাণবন্ত স্বজন মেলা শনিবার নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
স্বজন মেলার আকর্ষণীয় ও শিক্ষনীয় বিষয়ের মধ্যে ছিল দৃষ্টি প্রতিবন্ধী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মোঃ আবুল কালামকে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ ৫০ হাজার টাকা প্রদান। এ টাকা এককভাবে প্রদান করেন যাত্রিক নাট্যগোষ্ঠীর সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক।
স্বজন মেলা উপলক্ষে আলোচনা সভার শুরুতে শোকপ্রস্তাব পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব সাহা নান্টু। এ সংগঠনের প্রয়াত শিল্পীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি এডভোকেট আবুল হোসেন।
শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বিভূ ভট্টাচার্য, ইফতেখার আহমেদ মজুমদার, মোঃ আখতারুজ্জামান ও নাট্য নির্দেশক দেবাশীষ ঘোষ। শুভেচ্ছা বক্তব্যগুলো পাঠ করেন সংগঠনের সদস্যবৃন্দ।
বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার জহিরুল হক দুলাল, জনান্তিক নাট্যসম্প্রদায়ের সাবেক সভাপতি বশীর উল আনোয়ার, যাত্রিক নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ হাসিম আপ্পু ও গিয়াস উদ্দিন আহমেদ এবং ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক।
নাঈমের পরিচালনায় সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন মোঃ আবুল হোসেন, এডভোকেট রফিকুল ইসলাম, সৌরভ,ফারহানা রহমান তুলি ও শাহনাজ রেশমা। তবলায় সংগত করেন পাপ্পু দাস। নৃত্য পরিবেশন করেন রোকসানা তামান্না,ইফতি, মুনতাহা, পূজা ও মেঘলা। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল শ্রুতি নাটক।