চাঁদপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক

চৌধুরী ইয়াসিন ইকরাম,  চাঁদপুুর #

চাঁদপুরে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (১৪ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুলাই দুপুর ১ টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মেঘনা মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে এলাকার একটি যাত্রীবাহী বোট তল্লাশি করে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে।

মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা‌।

inside post
আরো পড়ুন