‘বিনাধান -১৭ ইউরিয়া ও পানি সাশ্রয়ী’

inside post

প্রতিনিধি।।
বিনা (বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট) উদ্ভাবিত আমন ধানের জাত পরিচিত,চাষাবাদ,বীজ উৎপাদন ও সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষক কৃষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে ১২ উপজেলার শতাধিক কৃষক কৃষানি উপস্থিত ছিলেন। বিনা কুমিল্লা উপকেন্দ্রের মিলনায়তনে মঙ্গলবার এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, আমন মৌসুমে বিনা ধান-৭,১১.১৭.২০,২২ ও ২৬ কুমিল্লা অঞ্চলে দিন দিন জনপ্রিয় হচ্ছে। এই জাতগুলো চাষে কম সময় লাগে। এতে আলু,গম ও সরিষাসহ অন্যান্য ফসল সহজে চাষ করা যায়। বিশেষ করে বিনাধান ১১ ২০-২৫ জলমগ্ন থাকতে পারে। বিনাধান -১৭ ইউরিয়া ও পানি সাশ্রয়ী। চাল লম্বা ও চিকন। বিনাধান-২০ চাল আয়রণ ও জিংক সমৃদ্ধ। চাল লম্বা,রঙ লালচে ও চিকন। বন্যা পরবর্তী সময়ে চাষ করা যায়। বিনাধান ২২ চাল লম্বা ও চিকন। বিনাধান ২৬ উচ্চ প্রোটিন সমৃদ্ধ।
এতে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ,বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ,বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান,জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ রেজাউল করিম ভুঞাঁ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপ পরিচালক শেখ আজিজুর রহমান,  বিনা উপকেন্দ্র কুমিল্লার এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি ।
সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অঞ্চলের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আজিজুর রহমান।

আরো পড়ুন