মাটিতে পাতা রোপনে মাথা তুলবে লেবুর চারা!


 প্রতিনিধি।।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বারোমাসি, বীজবিহীন ও উচ্চ ফলনশীল জনপ্রিয় জাত বিনালেবু-১ এর বংশবিস্তার, পরিচর্যা ও উৎপাদন কলাকৌশল শীর্ষক কিষাণ-কিষাণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিনা উপকেন্দ্র কুমিল্লার আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিনার মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণে শেখানো হয় গুটি কলমের সাথে পত্র কলম বা পাতা থেকে চারা উৎপাদনের কৌশল। বোটাসহ পাতা ছিঁড়ে মাটিতে রোপন করলে সেটা থেকে চারা তৈরি হবে। এতে খরচ কম এবং সময়ও কম লাগে বলে জানান কৃষি বিজ্ঞানীরা। বিস্তারিত জানতে বিনা অফিসেও যোগাযোগ করা যাবে বলেও জানানো হয়।

inside post


এতে সভাপতিত্ব করেন বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিনার উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নুরুন-নবী মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান, বিনা উপকেন্দ্র কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ হাসানুজ্জামান রনি।

আরো পড়ুন