`এখনও আমাদের স্থানীয় সরকার সেই রিলিপ নির্ভর’

প্রতিনিধি।।
এখনও আমাদের স্থানীয় সরকার সেই রিলিপ নির্ভর বলে মন্তব্য করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার। তিনি বলেন, একটা সময় রিলিপ আসতো, স্থানীয় সরকারে আমরা যারা ছিলাম আমরা রিলিপ বিতরণ করতাম। সেই কনসেপ্ট থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারিনি। সেই টিআর সেই কাবিখা, সেই মাটির কাজ, উপজেলা পরিষদ এডিবি বরাদ্ধ দিবে, জেলা পরিষদ বরাদ্ধ দিবে। তাহলে স্থানীয় সরকার কোথা থেকে আসলো। স্থানীয় সরকার মানেই হলো যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তিনি জনগণের কাছ থেকে কর আদায় করবেন এবং নাকরিকদের কাছ থেকে আদায়কৃত অর্থ নাগরিকের কল্যাণে ব্যয় করবেন। কল্যাণ বলতে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, পরিবেশ ও বিনোদনসহ আরো কিছু সামাজিক বিষয় রয়েছে। স্থানীয় সরকারে কিন্তু অর্থ আদায়ের ব্যবস্থা রয়েছে, আইন রয়েছে: কিন্তু আমরা কতটুকু আদায় করতে পারছি। যদি টিআর কাবিখা, এডিবি, জেলা পরিষদ বরাদ্ধ বাদ দিয়ে কতটুকু আয় করলাম আর এই আয় দিয়ে কি ব্যয় করলাম, দেখা যাবে যে আমাদের কার্যক্রম বেশিদিন চলবেনা।
সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন আয়োজিত ইউনিয়ন পরিষদ প্রশাসক/চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান, সদস্য, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের অবহিতকরণ, স্থানীয় সম্পদ আহরণ ও হিসাব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় কোর্স পরিচালক ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক কুমিল্লার উপ-পরিচালক মো: মেহেদী মাহমুদ আকন্দ। কোর্স সমন্বয়ক ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামাল হোসেন।  এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাফকাত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জোবায়ের আহমেদ। প্রশিক্ষণে উপজেলার ১৩ টি ইউনিয়নের ১৭৯ জন চেয়ারম্যান, পরিষদ সদস্য, সচিব ও হিসাব সহকারী অংশগ্রহণ করেন।

inside post
আরো পড়ুন