ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শে ট্রলি চালকের মৃত্যু

 

inside post

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পর্শে ট্রলি চালক আমির মিয়ার(৩৫) মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার নোয়াগাঁও গ্রামে এ ঘটনায় নিহত আমির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পশ্চিমমেড্ডা পীরবাড়ি এলাকার মৃত আবদুল মালেকের পুত্র।

নিহতের পরিবার, ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, ট্রলি চালক আমির সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে সরাইলের কালীকচ্ছ বাজারের ‘শাকি ট্রেডার্স’ থেকে রড নিয়ে কালীকচ্ছ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে যায়। ওই গ্রামের এক বাড়িতে গিয়ে ট্রলি থেকে রড নামানোর সময় উঠানের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে রড লেগে বিদ্যুৎস্পর্শিত ট্রলির চালক মাটিতে লুটিয়ে পড়েনন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমূল হক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (ওসি) আব্দুর রহিম বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে অভিযোগ পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আরো পড়ুন