ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থীর পাশে ভিক্টোরিয়া কলেজ একাউন্টিং এলামনাই এসোসিয়েশন

এমদাদুল হক সোহাগ।।

inside post

ভিক্টোরিয়া সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তানভীর হোসেন সাঈফের চিকিৎসা সহায়তার জন্য একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে এক লাখ আটান্ন হাজার দুইশ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

১৪ নভেম্বর শনিবার বেলা সাড়ে দশটায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে ক্যান্সার আক্রান্ত তানভীর হোসেন সাইফের কৃষক পিতা মো: ফরিদ উদ্দিন ও বড় বোন মাহিনুর আক্তারের হাতে এসোসিয়েশনের পক্ষে ওই চেক হস্তান্তর করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: রুহুল আমিন ভূইয়া ও একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র পরবর্তীতে বিভাগীয় প্রধান ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটির বিবিএ ফ্যাকাল্টির বর্তমান চেয়ারম্যান প্রফেসর কাজী মোস্তফা জালাল।

 

এ সময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: আবু জাফর খান, একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের সদস্য কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আজহারুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান প্রফেসর কাজী মো: মুজিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মো: শাহজাহান, একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের সদস্য ফেনী সরকারী কলেজের  বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক মো: বেলাল হোসেন, সহযোগী অধ্যাপক মো: মনিরুল ইসলাম, একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের সদস্য সহযোগী অধ্যাপক মাউশির আইসিটি বিভাগের ডিডি মো: আবুল হোসেন, একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের সদস্য সহকারী অধ্যাপক মো: আবদুস সালাম।

 

একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের সদস্য কুমিল্লা সরকারী কলেজ হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: আনোয়ারুল হক, একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের সদস্য সহকারি অধ্যাপক উম্মে সালমা ইয়াসমিন, একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের সদস্য হাজীগঞ্জ এনসিসি ব্যাংকের ব্যস্থাপক মো: রহমত উল্লাহ রতন, একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের সদস্য মো: আরিফুর রহমান, সাংবাদিক এমদাদুল হক সোহাগ, মো: খসরুল আলম, ওয়ায়েজ আহমেদ, সাইমুন চৌধুরী, গোলাম জিলানী, এহসান মাহমুদ, রাকিবুল ইসলাম রবিন, সাফকাত আহমেদ, নাফিসা খানম পাহুন, শাওন কুমার দেব প্রমুখ।

 

একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের সদস্য সহযোগী অধ্যাপক মো: আবুল হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষক পরিষদের সম্পাদক মো: শাহজাহান বলেন, ক্যান্সার আক্রান্ত সাঈফের চিকিৎসার জন্য একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের সদস্যরা যে ভূমিকা রেখেছে তা ভিক্টোরিয়া সরকারি কলেজের অন্যান্য বিভাগের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরো পড়ুন