ব্যতিক্রম আয়োজনে শহীদদের স্মরণ করলো ঊষার আলো
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেন ঊষার আলো সেবা পরিষদ। রবিবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর সকল শহীদদের স্মরণে কুমিল্লা নজরুল ইন্সটিটিউটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির সভাপতি ও সংগঠক বদরুল হুদা জেনু। জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত নিরাপদ চালক চাই সংগঠনের প্রধান সমন্বয়ক ও ঊষার আলো সেবা পরিষদের উপদেষ্টা আজাদ সরকার লিটন, ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্ঠা ইসমাইল মুনসি,নারীনেত্রী ও উপদেষ্ঠা নাছিমা আক্তার, ও আমরা কুমিল্লার সন্তান সভাপতি আবদুল হান্নান সভাপতিত্বে ছিলেন উক্ত সংগঠন সভাপতি ছাত্রনেতা আরিয়ান খান নিহাল, সাধারণ সম্পাদক ও ছাত্রনেতা সাজ্জাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নীলাঞ্জন দাশ,সহ-সভাপতি বিলকিছ হাসিনা এরিকা, সাংগঠনিক সম্পাদক মোঃশাহবুদ্দিন,সহ-সমাজ কল্যান সম্পাদক এসবি শাকিল ধর্ম বিষয়ক সম্পাদক জাইদুল ইসলাম দপ্তর সম্পাদক ফাহাদ হোসেন নির্বাহী সদস্য ইতি আক্তার সহ অন্যান্য সদস্যরা।
— সংবাদ বিজ্ঞপ্তি