দেবিদ্বারে নৌকার প্রার্থীর ইশতেহার ঘোষণা  

আমোদ প্রতিনিধি।।
  কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি। নির্বাচনকে সামনে রেখে সোমবার  সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবুল কালাম আজাদ (নৌকা প্রতীক)। লিখিত ওই ইশতেহারে শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার উন্নয়ন, গোমতী নদীর বালু উত্তোলন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মূল, বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শারীরিক ও মানসিক বিকাশে সুস্থ ক্রীড়া ও সাংস্কৃতিচর্চা, দুর্গম এলাকার সকল প্রকার নাগরিক সুযোগ-সুবিধা সৃষ্টি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার পাশাপাশি দেবিদ্বার উপজেলা এলাকার সার্বিক উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনার কথা বলা হয়।
প্রার্থীর নির্বাচনী প্রাধান কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে প্রার্থী মো. আবুল কালাম আজাদ এর পক্ষে ইশতেহার টি পাঠ করেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল আওয়াল।
উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো.আলমগীর কবির, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জান মাস্টার, যুগ্ন-সাধারণ সম্পাদক মো.ছিদ্দিকুর রহমান ভুইয়া, সমাজ কল্যান সম্পাদক মো.মনিরুজ্জামান রিপন,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহিদ ইসলাম প্রমুখ।

 

উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারী-২০২১। সেখানে মোট চারজন প্রার্থী ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবুল কালাম আজাদ (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী এএফএম তারেক (ধানের শীষ), জাতীয় পার্টির মো.আবদুল আওয়াল(লাঙ্গল)।  অপর স্বতন্ত্র প্রার্থী হলেন আবদুল হক খোকন (আনারস)।