ব্রাহ্মণবাড়িয়ায় করোনা’র সংক্রমণ বৃদ্ধিতে উৎকণ্ঠা : জরুরি সভা করে সিদ্ধান্ত গ্রহণ

inside post
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
দেশের অন্যান্য স্থানের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতেও আচমকা করোনা’র সংক্রমণ বেড়ে যাওয়া নিয়ে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। করোনা প্রতিরোধে, স্বাস্থ্যবিধি নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবী। করোনা ভাইরাস সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভায় সংক্রমণ প্রতিরোধে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা, জনসমাগম প্রতিরোধসহ জনসচেতনতা বৃদ্ধিতে গ্রহণ করা হয়েছে বিভিন্ন সিদ্ধান্ত। এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে।
রোববার (২১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি প্রমূখ। সভায় হঠাৎই নতুন করে ব্রাহ্মণবাড়িয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এরই পাশাপাশি করোনার সংক্রমণ প্রতিরোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা, জনসমাগম প্রতিরোধসহ জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ করোনা ভাইরাস সংক্রান্ত জেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ‘মাস্ক পড়ার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ শুরু করেছে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি। এরই অংশ হিসেবে পুলিশ সুপারের নির্দেশে রোববার থেকে জেলার সকল থানা এলাকায় মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে। গৃহিত এই কর্মসূচির আওতায় পুলিশ সদস্যরা জনসাধারণকে মাস্ক পড়তে ও হ্যাণ্ডস্যানিটাইজার ব্যবহারে সচেতন করেছেন বলে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন দুই হাজার ৮৭৯ জন। তন্মধ্যে সুস্থ্য হয়েছেন দুই হাজার ৭৫৭ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৪জন রোগী আইসোলেশনে এবং ৪৭ জন আছে সেলফ আইসোলেশনে। অপরদিকে এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিন গ্রহণ করেছেন ৪৯ হাজার ৪০৯ জন এবং ভ্যাকসিন গ্রহণে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন ৬২ হাজার ৩৮০ জন।
আরো পড়ুন