মতিন খসরুর মৃত্যুতে কুমিল্লাজুড়ে শোক

 

 

আমোদ রিপোর্টার।।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব-
নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে কুমিল্লাজুড়ে বিভিন্ন দল মতের
মানুষকে শোক প্রকাশ করতে দেখা দেখা গেছে। বুধবার বিকাল ৪টা ৫০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন বলে
জানিয়েছেন তার নিকট আত্মীয় অ্যাডভোকেট আবদুল আজিজ মাসুদ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। গত ১৫ মার্চ করোনা টেস্টের পরদিন ১৬ মার্চ তার রিপোর্ট পজিটিভ আসে। পারিবারিক সূত্র জানায়,বৃহস্পতিবার সকাল ৭টায় বকশী বাজারে প্রথম, সকাল ১০টায় হাইকোর্টে দ্বিতীয়, বাদ জোহর কুমিল্লার বুড়িচং উপজেলার হাই স্কুল মাঠে তৃতীয়, ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ভগবান হাই
স্কুল মাঠে বিকাল ৪টায় ৪র্থ ও নিজ গ্রাম মিরপুরে তার গ্রামে ৫ম জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সংসদ সদস্য আবদুল মতিন খসরু ১৯৫০ সালের ১২ ফেব্রুয়ারি তিনি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে
পাঁচবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
শিক্ষাজীবনে তিনি এলএলবি এবং বি.কম পাস করে আইন পেশায়
নিয়োজিত হন। তার দুই ছেলে মেয়ে রয়েছে।
সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ১৯৭১ সালে বাংলাদেশের মহান
মুক্তিযুদ্ধে (কমান্ডার হিসেবে) অংশগ্রহণ করেন। ১৯৯৬-২০০১ সালে
আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ১৯৯৬ সালে সংবিধান ও
মানবতাবিরোধী কালো আইন ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিলের পক্ষে
বিশেষ ভূমিকা পালন করেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার
বিচারের পথ উন্মোচিত হয়।
তার মৃত্যুতে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা
কামাল,সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি,মহানগর আওয়ামী লীগ সভাপতি
আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুম
সুলতানা সীমা,মহানগর মহিলা লীগ সাধারণ সম্পাদক আইরিন
আহমেদ,দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবদুছ ছালাম বেগ ও দক্ষিণ জেলা
স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু প্রমুখ।