নিষেধাজ্ঞা অমান্য করায় কুমিল্লায় দুই দিনে ৬৭টি বাস আটক
অফিস রিপোর্টার।।
শুক্র ও শনিবার দিবাগত রাতে ৬৭টি বাস আটক করেছে কুমিল্লা জেলা ও হাইওয়ে পুলিশ। এর মধ্যে কুমিল্লা জেলা পুলিশ আটক করে পাঁচটি বাস। আর বাকি ৬২টি বাস আটক করে হাইওয়ে রিজিয়ন কুমিল্লা পুলিশ। নিষেধাজ্ঞা অমান্য করে এক জেলা থেকে আরেক জেলায় প্রবেশের কারণে এসব বাস আটক করা হয়। লকডাউন শেষ হওয়া পর্যন্ত এ কর্মতৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, ‘হাইওয়ে রিজিয়ন কুমিল্লা অঞ্চলে (কুমিল্লা-কক্সবাজার) নিষেধাজ্ঞা অমান্য করায় শনিবার দিবাগত রাতে ৬২টি বাস আটক করি। এসব বাসকে আটককৃত অঞ্চলের স্ব-স্ব হাইওয়ে ফাঁড়ি ও থানায় রাখা হয়েছে। লকডাউন শেষ হলে এসব বাসকে মামলা দিয়ে ছাড়া হবে।’
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন,’ শুক্রবার রাতে নিষেধাজ্ঞা অমান্যকৃত পাঁচটি বাস আটক করে জেলা পুলিশ। এসব বাসকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। ‘