‘আগের মতো চললে ১৬শ’ শহীদের রক্তের সাথে গাদ্দারি করা হবে’

‘আওয়ামী লীগ ১২ কোটি ভোটারের তালিকা বিক্রি করে দিয়েছে’
প্রতিনিধি।।
আমার বাংলাদেশ পার্টির(এবি পাটি) যুগ্ম সদস্য সচিব ব্যরিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘সবকিছু যদি আগের মতই চলে তাহলে সেটা নতুন বাংলাদেশ না। সবকিছু যদি আগের মতোই চলে তবে সেটা হবে ১৬ শ’ শহীদের রক্তের সাথে গাদ্দারি করা। সবকিছু যদি আগের মতই চলে তাহলে ৬০০ ছেলে মেয়ে যে অন্ধ হয়ে গেছে তাদের চোখ গুলোর দাম বৃথা যাবে। ২৩হাজার মানুষ যে আহত প্রতিবন্ধী হয়েছেন তার দামও বৃথা যাবে।
রবিবার (১৩ অক্টোবর) কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

inside post

তিনি বলেন, আওয়ামী লীগ আমার আপনার জন্ম তারিখ ভোটার আইডিও বেঁচে দিয়েছে। তারা ১২ কোটি ভোটারের তালিকা ভারতীয় কোম্পানির কাছে ২০হাজার কোটি টাকা নিয়ে বিক্রি করে দিয়েছে। কোন আন্দোলনে ২০২৪সালের জুলাই আগস্টের বিপ্লবের মতো এতো মানুষ অংশ নেননি। প্রবাসীরাও আন্দোলনে নেমে গ্রেফতার হয়েছেন। এই আন্দোলন মানচিত্র ছাড়া সব কিছু পরিবর্তন করে দিয়ে গেছে। এতে প্রমাণিত হয়েছে কে দেশের বন্ধু কে শত্রু। কারা দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব বিক্রি করে দেয়, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে।
ওরা শুধু আমার আপনার পকেটের টাকাটা চুরি করে নাই; ওরা আমার আপনার আত্মপরিচয় ও মর্যাদাকে বিক্রি করে দিয়েছে। যে চার কোটি নতুন ভোটার ১৬বছরে ভোট দিতে পারেনি। তারা নতুন বাংলাদেশ চায়।

সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আমাদের বড় দায়িত্ব হচ্ছে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা। অভ্যুত্থানে ছাত্র জনতা শ্রমিক রাজনৈতিক দল আমরা যারা একসাথে ছিলাম তাদের কার কি অবদান তা নিয়ে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি আমাদের জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে হবে। আমরা আগের দুর্নীতিগ্রস্ত, বিপর্যস্ত,বিপদগ্রস্থ ও বিভক্ত বাংলাদেশ আর দেখতে চাইনা। আমরা নতুন বাংলাদেশ সূচনা করতে চাই। বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় বক্তব্য রাখেন এবি পার্টির প্রতিষ্ঠাতা আহবায়ক এএফএম সোলাইমান চৌধুরী। উপস্থিত ছিলেন  যুগ্ম আহ্বায়ক লে.কর্নেল ( অব.) দিদারুল আলম , লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন. যুগ্ম সদস্য সচিব ব্যরিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, সহকারী সচিব সফিউল বাসার, বাংলাদেশ ছাত্র পক্ষের কেন্দ্রীয় সভাপতি প্রিন্স আল আমিন প্রমুখ।


পরে এবি পার্টির কাউন্সিলে কুমিল্লা জেলা ও কুমিল্লা মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে কুমিল্লা জেলা কমিটির আহবায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, সদস্য সচিব এম এ কাইয়ুম এবং সাংগাঠনিক সম্পাদক করা হয় আবু সালেহ মো: মাসুদকে। এদিকে জি এম সামদানীকে আহ্বায়ক, ওমর ফারুক সোহাগকে যুগ্ম আহ্বায়ক, আবু সাঈদকে সদস্য সচিব এবং মো: ইসমাঈল হোসেনকে সাংগাঠনিক সম্পাদক করে কুমিল্লা মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

(ছবি:ইলিয়াছ হোসাইন।)

আরো পড়ুন