মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে কুমিল্লায় সমাবেশ
প্রতিনিধি।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দী আলেমদের মুক্তির দাবীতে কুমিল্লায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুমিল্লা নগরীর টাউনহল মিলনায়তনে সমাবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পূর্ব জেলা ও মহানগর। এসময় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধের দাবী তুলেন সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির শাইখুল হাদিস আফজালুর রহমান, মাও. খোরশেদ আলম কাসেমী। কুমিল্লা পূর্ব খেলাফত মজলিসের সভাপতি মাওলানা অলিউল্লাহ এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাও. আতাউল্লাহ আমীন।
প্রধান মেহমানের বক্তব্যে মাও. খোরশেদ আলম কাসেমী বলেন, ‘কপাল ভাল হলে যারা আল্লামা মামুনুল হককে যারা জেলে রেখেছে, তারাও জেলে যেতে পারে৷ এদেশে এমন নজির আছে৷ ঐদিন বেশি নাই, যেদিন ওরা নিজে তালা খুলে মামুনুল হককে বের করে দিবে’।
সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, ঢাকা মহানগর সভাপতি মাও. নূর মোহাম্মদ আজিজী, কুমিল্লা পূর্ব জেলা সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম কাসেমী, কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সোলাইমানসহ মাওলানা মোজ্জামেল, মাও. জামীল আহমাদ, মাও. সালমান, মাও. ইমাম হোসেন।