একজন নিবেদিত মানুষ প্যানেল মেয়র রকিব
হোসাইন মোহাম্মদ দিদার :
রাজনীতি করতে এসে অনেকেই পকেট ভারি করে,কিন্তু এই মানুষটি রাজনীতি করতে এসে মানুষের মাঝে নিজের সব কিছু উজাড় করে দিচ্ছেন।
রাজনীতি মানেই আখের গোছানো নয়,রাজনীতি মানেই নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অসহায় মানুষের প্রতি।
ঠিক এভাবেই নিজেকে পরিচালিত করছেন নিরহংকারী একজন সাদা মনের মানুষ, যাঁর স্বভাবসুলভ সরল আচরণে মানুষের মন জয় করে নেন সহজে।
তিনি দাউদকান্দি-মেঘনার গণমানুষের নেতা টানা তিনবারের সাংসদ প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার বিশ্বস্ত ও আস্থাভাজন ও দাউদকান্দি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলীর প্রিয়ভাজন পৌরসভার প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবউদ্দীন রকিব।
তিনি একাধারে একজন সমাজসেবক, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের বারবার মনোনীত দাতা সদস্য।
বৃহস্পতিবার তাঁর নিজস্ব দলীয় কার্যালয়ে গিয়ে দেখা। এরমধ্যে একজন খেটে খাওয়া দিন মজুর দুটি জন্মসনদ নেওয়ার জন্য আসলেন।
তিনি ঐ দিন মজুরকে পকেট থেকে টাকা দিয়ে তারসহ পরিবারের পাঁচ সদস্যের জন্ম নিবন্ধন করে দেন।
এমন কাজ প্রায় তিনি করে থাকেন।
তিনি বলেব— আমি যতোদিন বেঁচে থাকবো নিজেকে মানুষের উপকারের বিলীন করে যাব।