কুবি ছাত্রীরা পেলো ২৫৬আসনের শেখ হাসিনা হল

আমোদ প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) ছাত্রীদের বহুল প্রতীক্ষিত শেখ হাসিনা হলের উদ্বোধন করা হয়েছে। রবিবার উপাচার্য প্রফেসর ড. এ এফ এম. আবদুল মঈন কেক ফিতা কেটে এবং পায়রা বেলুন উড়িয়ে হলটির উদ্বোধন করেন।
হল প্রাধ্যক্ষ মোঃ সাহেদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম. আবদুল মঈন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান।
উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন, শেখ হাসিনা হলের উদ্বোধনের দিনটি আমাদের জন্য আনন্দের। আমি ৬ মাস আগে এখানে এসেছি। ৬ মাসে এই হলের কাজ শেষ করার চ্যালেঞ্জ নিয়েছি। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে আমরা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। আমরা ঠিকাদারের সাথে বারবার মিটিং করেছি। তাদের কাছ থেকে দলিলে স্বাক্ষর নিয়েছি। যাতে ৩০ জুনের মধ্যে কাজ শেষ হয়। সবসময় এই হলের তদারকি করেছি। পাশাপাশি এই হলটি অন্য সকল হলের কাছে রোল মডেল হবে সেটাই আমাদের প্রত্যাশা। আমি প্রভোস্টকে বলেছি এই হলের সার্বক্ষনিক তদারকি করতে।
উল্লেখ্য, ২০১৭ সালের মার্চে ২৫৬ আসনের শেখ হাসিনা হলের নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়।

inside post
আরো পড়ুন