কুমিল্লা জেলা প্রশাসকের থিওসোফিক্যাল হল পরিদর্শন
শতাব্দী পেরিয়ে ঐতিহ্য ও গৌরবের পথ ধরে আজো ঠায় দাঁড়িয়ে কুমিল্লা টাউন হল মাঠের পশ্চিম পার্শ্বে জীর্ণ কুটির কুমিল্লা থিওসোফিক্যাল লজ | এটি পরিদর্শনে আসেন কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়ছার। এসময় পরিদর্শন টিমে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাহমিদা মুস্তফা, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা, জেলা নেজারত ডেপুটি কালেক্টর মেহেদী হাসান খান শাওন,সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নূর আশেক,জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ প্রমুখ।
কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটির আহ্বায়ক অধ্যক্ষ তাপস বকশি ও সদস্য সচিব চন্দন দাস জেলা প্রশাসক মহোদয়কে থিওসোফিক্যাল সোসাইটির ইতিহাস, আদর্শ-উদ্দেশ্য এবং কার্যক্রম তুলে ধরে এটির ঐতিহ্য রক্ষাকল্পে পুনঃসংস্কারের আবেদন জানান। জেলা প্রশাসক মহোদয় সংস্কারের সদয় সম্মতি জ্ঞাপন করেন।এ সময় সোসাইটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক রাহুল তারণ পিন্টু, এড. শহীদুল হক স্বপন, খায়রুল আজিম শিমুল, জাহাঙ্গীর আলম ইমরুল, খায়রুল আনাম রায়হান, খোকন চন্দ, ডা. রেজাউল করিম জামিল,দেলোয়ার মজুমদার ও মাসুদ মজুমদার প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি।