কুমিল্লা নগরীতে বিএনপির বিক্ষোভ,আওয়ামী লীগের শান্তি মিছিল

প্রতিনিধি।।
জাতীয় সংসদের তফসিল ঘোষণার পর বুধবার সন্ধ্যায় নগরীতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগর বিএনপি। নগরীর সরকারি মহিলা কলেজ থেকে মিছিলটি রাণীর দিঘি পর্যন্ত আসলে পুলিশের বাধার মুখে পড়ে। এরপর সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে বিএনপি। পুলিশের উপস্থিতিতে তারা সরে যায়। এদিকে তফসিল ঘোষণার পর পর ৭তারিখ নির্বাচন অনুষ্ঠানের সমর্থনে আনন্দ ও শান্তি মিছিল বের করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগ।

inside post

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার সমর্থকরা কুমিল্লা মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতুত্বে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ আনন্দ মিছিল বের করে। কুমিল্লার অন্যান্য উপজেলাতেও আনন্দের মিছিলের খবর পাওয়া গেছে। রাত ৮টা পর্যন্ত সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি।


কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লায় ৯ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৬টি টহল টিম ও ৪২৭জন পুলিশ সদস্য কাজ করছে। পাশাপাশি ৪৪জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন