কুমিল্লা নগরীতে ভিক্ষুকের মোবাইল ফোন ছিনতাই

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এক ভিক্ষুকের মোবাইল ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা ট্রাফিক পুলিশের এপিএসআই নুরুদ্দিন বাহার।

inside post

সূত্র জানায়, শনিবার বিকেলে কান্দিরপাড়ের টাউন হল গেইটে রিক্সায় বসে প্রতিদিনের মতো ভিক্ষা করছিলেন প্রতিবন্ধী সোলেমান। তার চিৎকার শুনে এগিয়ে আসে ট্রাফিক পুলিশের সদস্যরা। পরে জানতে পারেন সোলেমানের ব্যবহৃত ব্যক্তিগত ফোনটি ছিনতাই হয়ে গেছে।

পূবালী চত্ত্বরে অভিযান চালান ট্রাফিক পুলিশের এপিএসআই নুরুদ্দিন বাহার। অল্প সময়ের মধ্যেই ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করেন তারা।
ট্রাফিক পুলিশের এপিএসআই নুরুদ্দিন বাহার জানান, ‘ছিনতাই হওয়ার বিষয়টি শুনে ধারণা করি ছিনতাইকারী আশেপাশেই আছে। পরবর্তীতে আমরা তাকে শনাক্ত করতে সক্ষম হই। প্রাথমিকভাবে জানতে পেরেছি শামিম নগরীর বাগিচাগাঁও থাকে। ছিনতাই হওয়া মোবাইলটি আমরা ভুক্তভোগী সোলেমানের হাতে দিয়েছি। ছিনতাইকারীকে কুমিল্লা কোতয়ালী থানায় পাঠানো হয়েছে।

আরো পড়ুন