কুমিল্লা নগরীর নির্মাণাধীন ভবনে নিরাপত্তা প্রহরীর মরদেহ

প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর হাউজিং স্টেট এলাকার নির্মাণাধীন একটি দশতলা ভবনের দোতলা থেকে এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
ওই নিরাপত্তা প্রহরীর নাম আবদুস সালাম (৬২)। তিনি কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, জানতে পেরেছি, নিহত সালাম ওই নির্মাণাধীন দালানের নিরাপত্তা প্রহরী ছিলেন। তার মাথায় আঘাতের একটি বড় চিহ্ন আছে। ধারণা করছি ওই আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। তাছাড়া হাতেও একটি আঘাত আছে। হাতের আঘাত দেখে মনে হচ্ছে দেয়াল ঘষার কারণে এই আঘাত লেগেছে। তবে তাকে কেউ খুন করেছে নাকি ওপর থেকে পড়ে মারা গেছেন তা এখনও বলতে পারছি না। মরহেদ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। আমরা স্থানীয় সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত চলছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতের স্বজনদের জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

inside post
আরো পড়ুন