কুমিল্লা হাই স্কুল ছাত্রের হাতে যেভাবে ঢুকে যায় রড

প্রতিনিধি।।
কুমিল্লা নগরীতে স্কুল পালাতে গিয়ে এক ছাত্রের হাতে রড ঢুকে যায়। এতে সে আটকে পড়ে।
সে নগরীর কুমিল্লা হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র আরমান (১৪)। এ ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে নগরীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বুধবার গণিত ক্লাস চলাকালে ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের পেছনের দেয়াল টপকাতে গিয়ে লোহার রড হাতে ঢুকে যায় তার। তার বাসা নগরীর শুভপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের ফটক বন্ধ থাকায় আরমান পাশের নির্মাণাধীন গেইটে অংশের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে। সেখানে একটি বেরিয়ে থাকা মরিচা ধরা রড তার বাঁ হাতের তালু ভেদ করে বেরিয়ে যায়। চিৎকার শুনে সহপাঠীরা স্কুলের কর্মচারীরা এগিয়ে আসেন।
স্কুলের শিক্ষক ওয়াজেদ আলী জানান, ছেলেটির হাত থেকে রডটি বের করা যাচ্ছিল না, তাই বাজার থেকে কাটার মেশিন এনে রড কেটে ফেলা হয়। পরে আহত আরমানকে তার পরিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।
স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানান,তিনি ছুটিতে আছেন। এমন ঘটনার কথা শুনেছেন তবে বিস্তারিত বলতে পারবেন না।

inside post
আরো পড়ুন