কুমিল্লায় এসএসসির ৬৫হাজার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন

 

inside post

আবেদন বেশি গণিতে
প্রতিনিধি।।
২০২৩ সনের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ২৭,০৬০ জন শিক্ষার্থী ৬৫,০৪০ টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। ২৪ টি বিষয়ের মধ্যে গণিতে সবচেয়ে বেশি ৮৪৪০টি আবেদন জমা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: জামাল নাছের বলেন – আবেদন করা উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই বাচাই শেষে আগামী ২৮ আগস্ট ফলাফল প্রকাশিত হবে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ৩১ আগস্ট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
উল্লেখ্য- গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২৯ জুলাই থেকে ০৪ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিলো ৭৮ দশমিক ৪২।

আরো পড়ুন