কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে:কুমিল্লা বোর্ড চেয়ারম্যান

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের শিক্ষা সামগ্রী বিতরণ
রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের নিয়মিত ক্লাব সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে ক্লাব সভাপতি রোটা. মো. রুহুল আমিনের সভাপত্বিতে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের ফাউন্ডার রোটা. পিপি প্রফেসর মো. জামাল নাছের।
প্রফেসর মো. জামাল নাছের তাঁর বক্তব্যে বলেন— শোকাবহ আগস্ট বাংলা ও বাঙালির শোকের মাস। ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি আরো বলেন— রোটারীর অর্থায়নে বাংলাদেশ তথা বিশ্বে পোলিও মুক্ত করতে অগ্রণী ভূমিকা রেখেছে, রোটারী ক্লাবগুলো মানবতার সেবার পাশাপাশি শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। আজকের যারা শিক্ষার্থী তারাই আগামী দিনের ভবিষ্যৎ, শিক্ষার্থীদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন— রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের প্রতিষ্ঠাতা সভাপতি রোটা. মনিরুজ্জামান, সাবেক সভাপতি রোটা. আবুল হোসেন ফারুক, প্রোগ্রাম চেয়ারম্যান ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রোটা. মহিউদ্দিন লিটন, রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের সহ—সভাপতি রোটা. মোহাম্মদ আব্দুল্লা আল মামুন, রোটা. মোহাম্মদ শাহ আলম ভূইয়া, সেক্রেটারি রোটা. মো. হাবিবুর রহমান রাসেল, জয়েন্ট সেক্রেটারি রোটা. আয়েশা আক্তার, পরিচালক রোটা. শেখ ফরিদ এম আব্দুল ফাত্তাহ, রোটা. রিতা চক্রবর্তী।  অনুষ্ঠানে কুমিল্লা আইডিয়াল কলেজের সংগ্রামী ও মেধাবী ৭ জন শিক্ষার্থীকে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের পক্ষ থেকে  দ্বাদশ শ্রেণির বই, খাতা ও কলম দেওয়া হয়।
-প্রেস বিজ্ঞপ্তি।