জাল সার্টিফিকেট দিয়ে ৫বছর শিক্ষকের চাকরি!
প্রতিনিধি।
জাল সার্টিফিকেট দিয়ে সহকারী শিক্ষক ( গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) পদে চাকরি নেয়া একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই ব্যক্তির নাম মোঃ গিয়াস উদ্দিন ভুঁইয়া। তিনি কুমিল্লা বরুড়া উপজেলার আগানগর আবুল বশর কারিগরি উচ্চ বিদ্যালয়ে চাকরি করছিলেন। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয়ের পোস্ট গ্রেজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সাইন্স বিষয়ের জাল সার্টিফিকেট জমা দেন। সোমবার দুদক কুমিল্লার সহকারী পরিচালক মোঃ নাজমুস সা’দাৎ এই তথ্য জানান।
তিনি বলেন, জাল সার্টিফিকেট দিয়ে গেল ২০১৯ সালে বরুড়া আগানগর আবুল বশর কারিগরি উচ্চ বিদ্যালয়ে চাকরি নেন আসামি মোঃ গিয়াস উদ্দিন ভুঁইয়া। অনুসন্ধানে তার এই কৃতকর্ম ধরা পড়ে। আমরা অভিযুক্ত শিক্ষক মোঃ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। এই ক’বছরে অভিযুক্ত ওই শিক্ষক তার বেতনের ৬ লাখ ৩৪ হাজার টাকা উত্তোলন করেছেন। যা সরকারি টাকা আত্মসাতের অপরাধ।