কুমিল্লায় গাড়ি বোঝাই গাঁজা উদ্ধার

 

inside post

প্রতিনিধি।।

গত ২৭এপ্রিল জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কোতয়ালী মডেল থানাধীন চাঁনপুর ব্রিজ এলাকায় চেকপোস্ট বসায়। এসময়  ঢাকা মেট্রো-চ-৫১-১৯১৫ রেজিঃ নাম্বারের একটি সাদা রংয়ের নোহা গাড়ি সন্দেহজনক ভাবে থামানোর জন্য সংকেত দেন। গাড়িটিকে সংকেত দিলে চালকসহ তার সহযোগী গাড়িটি থামিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিবি পুলিশের চেকপোস্ট পরিচালনাকারী অফিসার ও ফোর্স উক্ত গাড়িটিসহ ০১ জনকে আটক করে। গ্রেফতারকৃত আসামির নাম- মোঃ এমদাদুল হক এম্ভু (৩৬), পিতা- আমির হোসেন, মাতা- হাছনেয়ারা বেগম, গ্রাম- আমড়াতলী (মধ্যম পাড়া- সর্দার বাড়ী), থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা । উপস্থিত লোকজনের সামনে উক্ত আটককৃত নোহা গাড়িটি তল্লাশি করে গাড়ির ভিতরে পিছনের সিটের উপর হতে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া আসামির নাম মোঃ শাহীন (৩৫), পিতা- ছিদ্দিক মিয়া, গ্রাম- বড় জ্বালা, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা বলে জানায়। উল্লেখিত মাদকদ্রব্য মোঃ শাহীন (৩৫) এর সহায়তায় সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের জন্য ঢাকা যাচ্ছে। এছাড়াও পলাতক আসামির বিরুদ্ধে ১৫/১৬ টি মাদক মামলাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে মর্মে জানা যায়। এই সংক্রান্তে এসআই (নিঃ) দিবাকর রায় বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত এবং পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আরো পড়ুন