কুমিল্লায় বৃদ্ধকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করলো চিকিৎসক
মাহফুজ নান্টু
কুমিল্লার দাউদকান্দির টামটায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হুইল চেয়ারে বসে থাকা বৃদ্ধকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করেছে এক পল্লী চিকিৎসক। মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ৬৫ বছর বয়সী আমির হোসেন টামটা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মূল অভিযুক্ত পল্লী চিকিৎসক নাছির (৫৫)সহ আরো ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অন্য আসামীরা হলো ওই গ্রামের শামীম , শাহাদাত, সিয়াম ও সিহাব।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর ভুইয়া। পুলিশ কর্মকর্তা আলমগীর ভুইয়া বলেন, নিহত আমির হোসেনের সাথে ঘাতক নাছিরের জমি সংক্রান্ত বিরোধ ছিলো। সর্ম্পকে তারা মামাতো ফুফাতো ভাই।
এদিকে ঘটনার পরই ৪৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বাড়ির সামনে হুইল চেয়ারে বসে ছিলেন আমির হোসেন। এ সময় হঠাৎ করে হাতে কোদাল নিয়ে ঘাড়ে জোরে আঘাত করে নাছির। এ সময় আমির হুইল চেয়ার থেকে সড়কে পড়ে যায়। এরপর আরো জোরে জোরে কোদাল দিয়ে পেটাতে থাকে। পরে সেখান থেকে নিজের বাড়িতে চলে যায় নাছির। স্থানীয়রা এসে আহত আমির হোসেনকে মৃত উদ্ধার করে।