কুমিল্লায় বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের আত্মপ্রকাশ

শিক্ষার জন্য ঐক্য এই শ্লোগানকে সামনে রেখে ১৬ আগস্ট নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লায় কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের আত্মপ্রকাশ ও শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট  সমাজকর্মী ও কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন কায়সার।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের উপদেষ্টা প্রফেসর মো. কাজী মুজিবুর রহমান, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ মো. হুমায়ন কবির মাসউদ, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন।

inside post

আসলাম খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসা: ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠ শেষে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীতের পর আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক ও কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের পরিচালক ইকরামুল হাসান ইথার।

অনুষ্ঠানে প্রধান অতিথি নিজাম উদ্দিন কায়সার বলেন, বর্তমান বিশ্বের পরিবর্তনশীল সমাজে শিক্ষার মৌলিক উদ্দেশ্য কেবল জ্ঞান অর্জন কিংবা পরীক্ষায় ভালো ফলাফল করা নয়। বরং শিক্ষা হওয়া উচিত একটি আনন্দময়, চিন্তাশীল, সৃজনশীল এবং মানবিক বিকাশের কেন্দ্র। আনন্দ ও কৌতুহলবোধ হচ্ছে শেখার প্রকৃত অনুপ্রেরণা।
অনুষ্ঠানে বক্তরা আরো বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, শিক্ষা উদ্যোক্তা ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণে আনন্দভিত্তিক পাঠদানের কৌশল অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মতামত, আগ্রহ ও স্বপ্নকে সম্মান জানিয়ে সেই অনুযায়ী পাঠ্য বিষয় নির্বাচন এবং উপস্থাপন করতে হবে।
আলোচনা সভা শেষে কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন কায়সার আগামী তিন বছরের জন্য কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের কার্য নিবার্াহী কমিটি ঘোষণা করেন। সভাপতি হলে আসলাম খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌসী আক্তার, সহ সভাপতি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাজাহারুল ইসলাম ও কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের পরিচালক ইকরামুল হাসান ইথার, যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক কমার্স কলেজ স্কুল শাখার ইনচার্জ মো. আব্দুস সামাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের শিক্ষক ইনচার্জ মুহাম্মদ ইয়াছিন নূর, দপ্তর সম্পাদক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট হাই স্কুলের প্রধান শিক্ষক আশিক বিল্লাহ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক স্মৃতি শিক্ষা কাননের প্রধান শিক্ষ মো. রোকন উদ্দিন, নির্বাহী সদস্যরা হলেন মো. আবু জাহিদ, মো. আরমান হোসেন, মো: আক্তার হোসাইন জয়। -প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন