কুমিল্লায় শিক্ষার্থীকে মারধরে ৭ জনকে টিসি

 প্রতিনিধি।
নবম শ্রেণির এক শিক্ষার্থীকে মেরে আহত করার ঘটনায় দশম শ্রেণির ৭ জন শিক্ষার্থীকে টিসি দেয়া হয়েছে। এমন ঘটনা ঘটেছে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের সভাপতি আজহারুল ইসলাম।
১৯ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই আদেশ প্রদান করা হয় ।
বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর দুপুরে আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ফয়সাল আহমেদ টিফিনের সময় বাড়িতে যাওয়ার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণীর ৭ জন ছাত্র তাকে লাথি কিল ঘুষি মেরে পালিয়ে যায়। ফয়সাল হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত ফয়সালের মা ইয়াসমিন আক্তার বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ দেন। উপজেলা নির্বাহী অফিসার স,ম,আজহাাংল ইসলাম বক্তব্য অভিযুক্ত দশম শ্রেণীর ৭ ছাত্রকে টিসি প্রদানের জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেন।
শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক ভূঁইয়া জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণীর সাতজন শিক্ষার্থী নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে এলোপাতারি মেরে আহত করে। আমি আহত শিক্ষার্থীকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। আহত ছাত্রের মা উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত দশম শ্রেণির ৭ ছাত্রকে টি সি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার স,ম,আজহারুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষার্থীর অন্যায় করেছে। পাশাপাশি তারা মধ্যে অনুশোচনাও ছিলো না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা আরো বেপরোয়া হয়ে যেতো।

 

inside post
আরো পড়ুন