কুমিল্লায় স্তন ক্যান্সার সচেতনতামূলক সেমিনার


হাসিবুল ইসলাম সজিব।।
কুমিল্লায় নারীদের প্রাণঘাতী রোগ স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টায় নগরীর এলিট প্যালেস কনফারেন্স হলে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. আবু বকর ছিদ্দিক ফয়সল। তিনি বলেন, বাংলাদেশে প্রতি বছর কয়েক হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। দেশে ক্যান্সার শনাক্ত হওয়া রোগীদের মধ্যে স্তন ক্যান্সার শীর্ষ অবস্থানে রয়েছে। শহর ও গ্রামের নারী উভয়ই এ ঝুঁকির মধ্যে রয়েছেন।
ডা. ফয়সল তাঁর উপস্থাপনায় স্তন ক্যান্সারের ঝুঁকির কারণ, প্রাথমিক লক্ষণ, পরীক্ষার ধাপ ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “অনেক নারী লজ্জা, ভয় বা সচেতনতার অভাবে সময়মতো চিকিৎসা নেন না। ফলে অনেক ক্ষেত্রে রোগ জটিল আকার ধারণ করে। নিয়মিত স্ব-পরীক্ষা, বছরে অন্তত একবার স্ক্রিনিং এবং সন্দেহজনক কোনো পরিবর্তন দেখলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়াই মূল প্রতিরোধ।”
সেমিনারে অংশ নেওয়া বিভিন্ন বয়সী নারীরা দৈনন্দিন জীবনযাপন, খাদ্যাভ্যাস, সন্তান জন্মদান, স্তন্যদানের ভূমিকা, পরিবারে ক্যান্সারের ইতিহাস ইত্যাদি বিষয়ে প্রশ্ন করেন। বক্তা প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে বাস্তবভিত্তিক পরামর্শ দেন।
আয়োজকরা জানান, ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে ভবিষ্যতে আরও এমন কার্যক্রম আয়োজন করা হবে।
অনুষ্ঠানটির সায়েন্টিফিক পার্টনার ছিলেন স্কয়ার ফার্মাসিটিক্যাল ।