কুমিল্লায় এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬০৭জন

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন রবিবার। এদিন বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ৫৩ হাজার ৩৭৮জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। পরীক্ষায় অংশগ্রহণ করে ৫২ হাজার ৭৭১জন। মোট অনুপস্থিত ৬০৭জন। অনুপস্থিতর হার এক দশমিক এক চার শতাংশ। প্রথম দিনের পরীক্ষায় কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে নোয়াখালীর ১২৪জন, ফেনীর ৩১, লক্ষ্মীপুরের ২৪, চাঁদপুরের ৯৫, কুমিল্লার ২৫১ ও ব্রাহ্মণবাড়িয়ার ৮২জন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জানান, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফল দ্রুত দেওয়ার তাগিদ থাকায় পরীক্ষা শেষ হওয়ার পরপরই খাতা বোর্ডে নিয়ে আসা হয়েছে।

inside post
আরো পড়ুন