কুমিল্লায় গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

 

inside post

অফিস রিপোর্টার।।

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি সাহেব বাজার এলাকায় গাড়ি চাপায় জাবেদ মিয়া (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। নিহত জাবেদ জেলার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের জলিল মুন্সির ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত জাবেদ কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় দারুল উলুম মাদ্রাসায় বাবুর্চির কাজ করতো। সোমবার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে আসার পথে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সাহেব বাজার এলাকায় একটি গাড়ি মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী জাবেদের মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার সহকারী উপ-পরিদর্শক শওকত জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

 

আরো পড়ুন