কুমিল্লায় ট্রেন থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

 প্রতিনিধি।।

inside post

কুমিল্লায় ট্রেন থেকে ছিটকে পড়ে এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। সোমবার জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেলস্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর আলী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, পৌনে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেন গুণবতী স্টেশন পার হলে ওই যুবক ছিটকে পড়ে যান। তিনি দুই বগির মধ্যবর্তী স্থানে ট্রেনের হাতল ধরা অবস্থায় ছিলেন। ট্রেন থেকে পড়ে তিনি চাকায় কাটা পড়েন।

 আকবর আলী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।  তার পরিচয় এখনো জানা যায়নি।

আরো পড়ুন