কুমিল্লায় বিএনপির গণ সমাবেশের লিফলেট বিতরণ

মাহফুজ নান্টু।

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্য লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা। রোববার বেলা ১১ টায় নগরীর কান্দিরপাড়ে দলীয় কার্যালয় থেকে শুরু হয় লিফলেট বিতরণ । দীর্ঘ সময় নিয়ে নগরীর জনবহুল এলাকাগুলোতে চলে লিফলেট বিতরণ করে। আগামী ২৬ নভেম্বর কুমিল্লা টাউনহলে এই বিভাগীয় সম্মেলন করবে বিএনপি।

কর্মসূচীতে অংশগ্রহণ করেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন, সদস্য সচিব জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারি আবুসহ জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণের সময় কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন সাধারণ মানুষজনের উদ্দেশ্য বলেন, এই লুটেরাদের বিরুদ্ধে একদিন সময় দেন। আজ ব্যাংকে টাকা নাই। সব খেয়ে ফেলছে এই চোরেরা। আমরা মহা সমাবেশ করবো। এই সমাবেশ থেকে তাদের পতন শুরু হবে।

এর আগে ৩১ অক্টোবর সোমবার নগরীর একটি রেস্তোরায় সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভা হয়।
সেদিন প্রস্তুতি সভায় প্রধান অতিথির থেকে বক্তব্য দেন দলের সিনিয়র সদস্য ও কুমিল্লা বিভাগীয় গণ সমাবেশ বাস্তবায়ণ কমিটির প্রধান উপদেষ্টা ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির দলনেতা বরকত উল্লাহ বুলু।

বরকত উল্লাহ বুলু জানান, আগামী ২৬ নভেম্বর কুমিল্লার বিভাগীয় সম্মেলনে কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপি, উত্তর জেলা বিএনপি, ব্রাহ্মনবাড়িয়া ও চাঁদপুরের নেতাকর্মীরা থাকবেন। লক্ষাধিক নেতাকর্মীও এই সমাবেশে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।