গ্রামের স্নিগ্ধ বাতাসে শীতের আমেজ!
আল-আমিন কিবরিয়া।
শীত আসছে। এ শীতে কুমিল্লার প্রান্তিক গ্রামগুলো সেজে উঠেছে নতুন রূপে। গ্রামের স্নিগ্ধ বাতাসে শীতের আমেজ। এ যেন এক অপরুপ দৃশ্য।
এ জেলার মুরাদনগর উপজেলার একটি গ্রামের নাম, কমলপুর। গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। শীতের আগমনী বার্তায় এ গ্রামের প্রকৃতি সেজেছে নতুন রূপে।
কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকি বাজার থেকে পশ্চিমে গ্রামটির অবস্থান। টনকি বাজার থেকে এ গ্রামের যেতে পাড়ি দিতে হয় প্রায় ২ কিলোমিটার পথ।
গ্রামটিতে সুনসান নীরবতা। গাছে গাছে পাখির কিচিরমিচির শব্দ। নেই যানবাহনের কোলাহল। এ গ্রামের পশ্চিম ও দক্ষিণে বিস্তীর্ণ জলাভূমি। জলাভূমিতে সবুজ ধান খেত। জলার মধ্য দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা ঘাসে মোড়ানো কাঁচা মেঠোপথ।
গ্রামটিতে ঘুরে দেখা যায়, সকাল-সন্ধ্যায় চারপাশে কুয়াশার ধূম্রজাল। মৃদু হাওয়ায় ভাসছে সবুজ ফসলের মাঠ। এসবের মধ্যেই কৃষক কৃষাণীরা ব্যস্ত নিজেদের ফসল পরিচর্যায়।
এ গ্রামের এক কৃষকের নাম রউফ মিয়া। তিনি বলেন, আমার জমিটা খালি পড়ে ছিল। তাই এ বছর চিচিঙ্গা লাগিয়েছি। এতে আমার ঘরের চাহিদা মিটে। বিক্রিও করতে পাড়ি।
গ্রামটির বাসিন্দা জিলানী ও বাছির বলেন, এ গ্রামের পরিবেশ সবসময় সুন্দর থাকে। কিন্তু আমাদের গ্রামের প্রবেশ পথটির বেহাল অবস্থা। যদি আমাদের রাস্তাটি পাকা হয় আমাদের জন্য গ্রামের সৌন্দর্য আরো বহুগুণ বৃদ্ধি পেত।