চাঁদপুরের চরে আনন্দ সময়
প্রতিবেদক।।
বিনয় পরিবারের আয়োজনে ইলিশের বাড়ি চাঁদপুরে বৃহস্পতিবার ‘মিলন মেলা’ শীর্ষক অনুষ্ঠান হয়েছে। বিনয় সাহিত্য সংসদের ব্যবস্থাপনায় মনোরম পরিবেশে এ অনুষ্ঠানমালার শুরুতে ছিল নৌ-ভ্রমণ। নৌপথে ‘মিনি কক্সবাজার’ গমন ও পরিদর্শন। নদী পথের অপরূপ সৌন্দর্য্য দেখার এক পর্যায়ে ‘মিনি কক্সবাজার’ পাড়ে যখন নৌকা ভিড়ে তখন সবার চোখে ভেসে ওঠে নান্দনিক প্রাকৃতিক দৃশ্য। এ দৃশ্য দেখে অভিভূত হন বিনয় পরিবারের সকল সদস্য ও অতিথিরা। নগ্ন পায়ে হেঁটে বেড়ান পুরো চরাঞ্চল। কেউ কেউ মটরভাজা, চানাচুর নানান ধরনের ড্রিংকস কেনাতে ব্যস্ত হয়ে যান। এসব খেতে খেতে পুরো এলাকা পরিভ্রমণ করেন।
মুগ্ধচিত্তে ওখান থেকে আবারো নৌযোগে ফিরে নদী পাড়ে আয়োজিত কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশন, অনুভূতি প্রকাশ ও লটারি ড্র অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিনয় পরিবার। এর আগে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
বিনয় সাহিত্য সংসদের উপদেষ্টা ও কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোঃ নিজামুল করিমের সভাপতিত্বে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। বিনয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুবের উপস্থাপনায় প্রাণবন্ত এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জুঁই চক্রবর্তী, নীতিশ সাহা ও নাসরিন আক্তার।
কবিতা পাঠ করেন কবি খায়রুল আহসান মানিক,কবি সাইয়িদ মাহমুদ পারভেজ, কবি মোতাহার হোসেন মাহবুব, কবি জলিল সরকার, কবি নূরুল আমিন সেলিম মিয়াজী ও কবি আবুল বাসার।
অনুভূতি প্রকাশ করেন বিনয় সাহিত্য সংসদের উপদেষ্টা ও দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, অতিথি কারিগরি ও বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা আনিসুর রহমান আখন্দ, সাংবাদিক খায়রুল আহসান মানিক ও বিনয় সাহিত্য সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অভিজিৎ সিনহা মিঠু। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল লটারি ড্র ও পুরস্কার বিতরণ পর্ব। বিনয় সাহিত্য সংসদের সহযোগী সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়িদ মাহমুদ পারভেজের পরিচালনায় কবি ও লটারিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ড. মোঃ নিজামুল করিম, নীতিশ সাহা ও আনিসুর রহমান আখন্দ।
‘মিলন মোহনা’ শীর্ষক এ অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে সহযোগিতা করেছেন সাংবাদিক সাইয়িদ মাহমুদ পারভেজ, চাঁদপুর নৌ-পুলিশের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ, বিনয়-এর নির্বাহী সদস্য চঞ্চল চক্রবর্তী, মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা কারিগরি ও বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা আনিসুর রহমান আখন্দসহ বিনয় সাহিত্য সংসদের সকল উপদেষ্টা ও নির্বাহী সদস্যরা।