চৌদ্দগ্রামে মাদক ও ইভটিজিং বিরোধী আলোচনা সভা

প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক, ইভটিজিং,মোবাইল ফোন গেইম,কিশোর গ্যাং এবং বাল্য বিয়ে বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চৌদ্দগ্রাম উপজেলা ফুলকলি কালচারাল সেন্টার ও ফুলকলি সংগীত একাডেমি আয়োজিত সভায় কবি রবীন্দ্র নাথ ঠাকুর,কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টার্যের জন্মজয়ন্তীও উদযাপন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব এডিটর সা মো. মছিহ্ রানা ও চিওড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জসিম। সভাপতিত্ব করেন ফুলকলি কালচারাল সেন্টার ও ফুলকলি সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. ইউছুফ মজুমদার।


সংবর্ধনা দেয়া হয় সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান জাহাঙ্গীর, আলহাজ¦ নূর মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহনাজ আক্তার লাভলী ও আলহাজ¦ আবদুর রশিদ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক নেয়ামত উল্লাহকে।