‘ছাত্র-শিক্ষকের মেলবন্ধন আরও জোরদার করতে হবে’

অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির মতবিনিময়

inside post

কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. লুৎফুর রহমান।
শিক্ষক মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দফতরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহম্মদ, কলেজ গভর্নিং বডির সভাপতি কাজী নাজিয়া হকসহ গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ। শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আবু জাহেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদসহ কলেজের শিক্ষকরা।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. লুৎফুর রহমান, শিক্ষদের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এ সময় তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন. একটি জাতির সামগ্রিক উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। তাই ছাত্র-শিক্ষকের মেলবন্ধন আরও জোরদারের তাগিদ দেন তিনি।-প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন