জলাবদ্ধতার দুর্ভোগে কুমিল্লা শহরতলীর অর্ধলক্ষাধিক মানুষ

প্রতিনিধি।।
জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছেন কুমিল্লা নগরী সংলগ্ন শহরতলী ছায়াবিতান, দৌলতপুর ও ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখাসহ আশপাশের অর্ধলক্ষাধিক মানুষ। ড্রেন পরিষ্কার না করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। এনিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর আবেদন দেওয়া হয়েছে। অনুলিপি দেয়া হয়েছে জেলা প্রশাসক, আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের প্রশাসককে। দৌলতপুর ও ছায়াবিতান এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ শহিদুল ইসলাম, হেলাল উদ্দিন বশির, মেহেদী চেীধুরী এবং মো: রিপন হোসেন প্রমুখ এই আবেদন দেন।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা শহরতলীর দৌলতপুর, ছায়াবিতান ও ধর্মপুর এলাকা দিয়ে প্রবাহমান ড্রেন দিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার অশোকতলা, বিসিক ও ঠাকুরপাড়া এলাকাসহ সংশ্লিষ্ট এলাকা, ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার ড্রেনের পানি এবং বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশন হয়। এই ড্রেনটি সিটি কর্পোরেশন এলাকার বাইরে হওয়ায় বিগত কয়েক বছর যাবৎ এটি পরিষ্কার করা হয় না। বর্তমানে এটি ময়লা আবর্জনায় প্রায় ভরাট হয়ে আছে। এছাড়া ড্রেনটির অশোকতলার রেল লাইনের নিচের কালভার্ট থেকে পশ্চিম অংশে ধর্মপুর তোয়া হাউজিং এলাকার বিভিন্ন স্থাপনা ও ময়লা আর্বজনার কারণে পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই সিটি কর্পোরেশন এলাকার পানি প্রবাহের কারণে ছায়াবিতান, দৌলতপুর ও ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখা এলাকার রাস্তা ও নিচু ঘরবাড়ি পানিতে ডুবে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতার কারণে এই এলাকায় বসবাসকারী ১০ সহস্রাধিক মানুষ, ছায়াবিতান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখার ২৫ হাজার শিক্ষার্থীসহ পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়।
শহরতলীর ছায়াবিতান হাউজিং সোসাইটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে ছায়াবিতান ও ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখা এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। এই এলাকার পানি নিষ্কাশনের একমাত্র ড্রেনটি দীর্ঘদিন পরিস্কার না করায় জলাবদ্ধতা প্রকট হচ্ছে। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার অশোকতলা, বিসিক ও ঠাকুরপাড়া এলাকার পানি এই ড্রেন দিয়ে প্রবাহিত হলেও দৌলতপুর-ছায়াবিতান-ধর্মপুর এলাকা সিটির বাইরে হওয়ায় এ বিষয়ে প্রতি বছর সিটি কর্পোরেশনে আবেদন জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায় না। আসন্ন বর্ষা মৌসুমে জনভোগান্তি নিরসনে কার্যকর পদক্ষপ গ্রহণের জন্য কুমিল্লা সিটি কর্পোরেশন এবং আদর্শ সদর উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
এবিষয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, শহরতলী ছায়াবিতান, দৌলতপুর ও ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখা এলাকার জলাবদ্ধতার বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখবো। ছোট বাজেটের কাজ হলে ইউনিয়ন পরিষদ থেকে চেষ্টা করা হবে। নতুবা আলোচনা করে বিকল্প উপায় বের করা হবে।
