ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
আমোদ প্রতিনিধি।।
৮ ঘণ্টা পর ছুটেছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ৪০ কিলোমিটার যানজট। বিকাল ৩টার পর সড়কের যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। এতে স্বস্তি ফিরেছে যাত্রী সাধারণের মনে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দীন জাহাঙ্গীর।
তিনি জানান, যান চলাচল আগে থেকে এক ধীরগতি ছিল তবে এখন সম্পূর্ণ স্বাভাবিক আছে।
এর আগে শুক্রবার সকাল ৭টায় ইলিয়টগঞ্জ এলাকায় একটি লরি দূর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ৪০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। কুমিল্লা অংশের ক্যান্টনম্যান্ট এলাকা হতে দাউদকান্দি উপজেলার গৌরিপুর পর্যন্ত এই যানজট সৃষ্টি হয়।